ভারতের পতাকা অবমাননার জেরে বাংলাদেশি রোগীকে চিকিৎসা না দেওয়ার ঘোষণা কলকাতার জেএন রায় হাসপাতালের
ভারতের কলকাতার জেএন রায় হাসপাতাল সম্প্রতি ঘোষণা করেছে যে, বাংলাদেশের কোনো রোগীকে তারা আর চিকিৎসাসেবা প্রদান করবে না এবং ভর্তি নেবে না। হাসপাতালের কর্মকর্তা শুভ্রাংশু ভক্ত পিটিআইকে জানান, "আজ থেকে আগামী অনির্দিষ্টকাল পর্যন্ত জেএন রায় হাসপাতাল বাংলাদেশি রোগীদের চিকিৎসা দেবে না।"
তিনি আরও বলেন, "এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কারণ বাংলাদেশের নাগরিকরা ভারতের প্রতি অসম্মান প্রদর্শন করেছে।" হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, কলকাতা এবং পশ্চিমবঙ্গের অন্যান্য হাসপাতালের সঙ্গে আলোচনা চলছে এবং তাদেরকেও বাংলাদেশি রোগীদের বিষয়ে একই সিদ্ধান্ত নিতে আহ্বান জানানো হয়েছে।
শুভ্রাংশু ভক্ত বলেন, "বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল, কিন্তু বর্তমানে সেখানে ভারতবিদ্বেষ দেখা যাচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক।"
সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভারতের এবং ইসরাইলের পতাকার নকশা আঁকে তার ওপর হেঁটে প্রতিবাদ জানানো হচ্ছে। এ ধরনের ঘটনা সর্বশেষ দেখা গেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), রাজশাহী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (আরএসটিইউ), নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (এনএসটিইউ), এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ডিইউ) টিএসসি ক্যাফেটেরিয়ায়।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে এই বিষয়ে ছবি এবং পোস্ট দ্রুত ভাইরাল হয়ে পড়েছে, যা ভারতের নাগরিকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। ভারতীয়রা এ ধরনের আচরণকে কঠোর সমালোচনা করেছেন এবং উগ্র প্রতিবাদের জন্য ক্ষোভ প্রকাশ করেছেন।
এছাড়া, এর আগে ইসরাইলের পতাকা এঁকে তার ওপর হেঁটে প্রতিবাদ জানাতে দেখা গিয়েছিল, তবে এবার ভারতের পতাকাও এর সঙ্গে যুক্ত হয়েছে, যা মূলত ঘৃণার প্রকাশ হিসেবে গণ্য করা হচ্ছে।
1 Comments
ওরা অপরাধ করলে তার কোন দোষ নেই আমরা বললেই দোষ??? হাসিনা খালা এখন ওই দেশে তো এটা হওয়া স্বাভাবিক বিষয়!!!
ReplyDelete